গৌরনদীতে বাদীর বসত ঘরে আসামিদের হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দেয়ার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সাকোকাঠী গ্রামের মোশারফ বেপারীর বসত ঘরে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। আসামি ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসময় মামলা তুলে নেয়ার জন্য বাদী মোশারফ ও তার পরিবারের লোকজনদের নানাধরনের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেয়।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ ডিসেম্বর বিকেলে প্রতিবেশী মঞ্জু মোল্লার সাথে মোশারফ বেপারীর পরিবারের বাকবিতন্ডা হয়। এর জেরধরে মঞ্জু মোল্লা, জুয়েল ফকিরের নেতৃত্বে তাদের ১০/১২ জন সহযোগীরা মোশারফ বেপারীর বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে লুটপাট করে। হামলাকারীরা গৃহকর্তা মোশারফ, তার স্ত্রী মাহিনুর বেগম ও তার কন্যা লিমা আক্তারকে পিটিয়ে মারাত্মক জখম করে। সূত্রে আরো জানা গেছে, মোশারফের পক্ষ নেয়ায় একইদিন সন্ধ্যায় পাশ্ববর্তী উত্তমের চায়ের দোকানে বসে সামচুল আলম ও তার পুত্র শুভর ওপর চড়াও হয় মঞ্জু মোল্লা ও তার লোকজনে। ওইসময় তারা ওই দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।  এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর মোশারফ বাদী হয়ে মঞ্জু মোল্লাকে প্রধান আসামি করে ১০ জনের বিরূদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা পূর্ণরায় বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বাদীর বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মহিলাদের শ্লীলতাহানী করে।