লাশ গুমের এক বছর পর মূল ভিকটিম উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের জগদীশ বিশ্বাসকে অপহরনের পর হত্যা করে লাশ গুম করার অভিযোগে গত এক বছর পূর্বে থানায় মামলা দায়ের করা হয়। নাটকীয় এ মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন অমল বল্লভ নামের এক আসামি। অতিসম্প্রতি জামিনে বেরিয়ে এসে মামলা থেকে নিজেদের রা করতে আত্মগোপন করিয়ে রাখা মূল ভিকটিম জগদিশ বিশ্বাসকে খুঁজে শুক্রবার রাতে পুলিশের কাছে সোর্পদ করেছে অমল বল্লভ। এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুরে উদ্ধারকৃত জগদীশকে বরিশাল আদালতে সোর্পদ করা হয়।

পুলিশ জানায়, আস্কর গ্রামের জগদীশ বিশ্বাসের স্ত্রী আলো রানী বিশ্বাস আগৈলঝাড়া থানায় তার স্বামী জগদীশকে আসামিরা অপহরনের পর হত্যা করে লাশ গুম করার অভিযোগ এনে ওই গ্রামের অমল বল্লভসহ চারজনকে আসামি করে চলতি বছরের জানুয়ারি মাসে একটি মামলা দায়ের করেন। গত শুক্রবার রাতে বরিশাল নগরীর পলাশপুর বস্তি এলাকায় জগদীশকে ঘোরাফেরা করতে দেখে আসামি অমল বল্লভ পুলিশকে খবর দেয়। আগৈলঝাড়া থানা পুলিশ ওইদিন রাতেই জগদিশকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার দুপুরে জগদিশকে বরিশাল আদালতে সোর্পদ করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে এ অপহরন ও গুমের নাটক সাজিয়ে প্রতিপকে ঘায়েল করতে মামলা দায়ের করা হয়েছিলো।