দেলোয়ার সেরনিয়াবাত ॥ একলক্ষ টাকা যৌতুকের দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন থেকে শারিরিক নির্যাতন করে আসছিলো স্বামী ও তার পরিবারের লোকজনে। এ ঘটনায় অতিসম্প্রতি গৃহবধূ মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় দফায় ওই গৃহবধূকে শুক্রবার রাতে অমানুষিক নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দিয়ে বসত ঘর তালাবদ্ধ করে নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছে স্বামী ও তার পরিবারের লোকজনে।
জানা গেছে, ওই গ্রামের সদানন্দ মাঝির পুত্র সুজিত সম্প্রতি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার জহরেরকান্দি গ্রামের মনীন্দ্র নাথ হালদারের কন্যা রীনাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সুজিত ও তার পরিবারের লোকজনে এক লক্ষ টাকা যৌতুকের দাবিতে রীনাকে প্রায়ই শারিরিক নির্যাতন করে আসছিলো। অতিসম্প্রতি অমানুষিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধূ রীনা হালদার বরিশাল আদালতে স্বামী, শ্বশুর, ননদ ও ননদ জামাইসহ ৫ জনকে আসামি করে যৌতুক মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার স্বামী ও তার পরিবারের লোকজনে রীনাকে বেধম মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেয়। একপর্যায়ে সুজিত ও তার পরিবারের লাকজনে নিজ বসত ঘরে তালাবদ্ধ করে গ্রাম ছেড়ে আত্মগোপন করে। পাশ্ববর্তী বাড়ির লোকজনে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ রীনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।