মাহিলাড়া ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা গতকাল রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে ব্যাপক ভাংচুর করেছে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে আনেন।
মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ জানান, একাদশ শ্রেনীতে ভর্তির জন্য ৬৫৬টি আবেদনপত্র বিক্রি করা হয়। তার মধ্যে মেধা তালিকায় বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগে ৪৫০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য গত ১৯ জুন কলেজ কর্তৃপক্ষ তালিকা প্রকাশ করেন। তালিকা প্রকাশের পর থেকে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা কোটা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত রাখে। গতকাল রবিবার দুপুরে বিক্ষুব্দ শিক্ষার্থীরা বিক্ষোভ  মিছিল করে কলেজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে আনেন। অধ্যক্ষ আরো জানান, কোটা বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় ইতোমধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি পাঠিয়েছেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একাদশ শ্রেনীতে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা হামলা চালিয়ে কলেজের কয়েকটি জানালার গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করেছে।