Menu Close

বরিশালে শেরে বাংলা ক্লাবের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে শেরে বাংলা ক্লাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় হক সাহেবের হাটে ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলহাজ্ব গোলাম ফারুক।

উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আতাহার আলী সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা শামসুল আলম মল্লিক, চাখার ইউনিয়ন আ’লীগের সভাপতি খিজির সরদার, সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক রাহাদ সুমন, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান কামাল, সাংবাদিক কাওসার হোসেন, সাবেক ইউপি সদস্য রুস্তুম আলী সিকদার, ওয়ার্ড আ’লীগ নেতা রবিউল ইসলাম, সরোয়ার চাপরাশী, যুবলীগ নেতা লাভলু সিকদার প্রমূখ।