আমার দেশ সম্পাদককের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে বাবুগঞ্জের বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুরে মানববন্ধন

বাবুগঞ্জ সংবাদদাতা ॥ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় বাবুগঞ্জের বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুরে  উপজেলা পাঠক মেলা ও বাবুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে  ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাবুগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এইচ,এম,জসিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ’র বরিশাল ব্যুরো প্রধান জি.এম বাবর আলী।বিশেষ অথিতি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল। আমার দেশ’র বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি রফিকুল ইসলাম,সমকালের উজিরপুর প্রতিনিধি শাকিল মাহামুদ বাচ্চু,বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান খান,হুমায়ুন কবির,আরিফ আহাম্মেদ মুন্না, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,শফিকুল ইসলাম,এমদাদুল কাশেম সেন্টু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা,পাঠক মেলা ও বাবুগঞ্জ সংবাদপত্র হর্কাস ইউনিয়নের নেতারা সহ আমার দেশ’র পাঠকবৃন্দ। সভায় বক্তরা বলেন মাহমুদুর রহমান কে হয়রানীমূলক মামলা দায়ের সরকারের ফ্যাসিষ্ট ও অগনতান্ত্রিক আচরনের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আমার দেশ শুধু একটা পত্রিকা নয় এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই। বক্তারা আমার দেশ কার্যালয়  সম্পাদক মাহমুদুর রহমানকে অবরুদ্ব করে রাখা ও তার  নামে সকল হয়রানীমূলক মামলা দায়েরে নিন্দা জানিয়ে অবিলম্বে সকল মামলা প্রত্যহারের দাবী জানিয়েছেন।