গৌরনদীতে শুভ বড় দিন উৎযাপিত

নিজস্ব সংবাদদাতা ॥ খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন গৌরনদী ও আগৈলঝাড়ায় ধর্মীয় ভাবগাম্ভির্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাত ১২টায় গৌরনদী ধর্মপল্লীতে ও আগৈলঝাড়ায় কেক কাটা হয়। বড়দিন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বাড়িতে আলোকসজ্জা, গীর্জায় বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। আনন্দ উল্লাসের মধ্যদিয়ে দিনটি পালন করছেন খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন। সকাল থেকে সব বয়সীর নারী-পুরুষ গীর্জায় উপস্থিত হয়ে বড় দিন উপলক্ষ্যে দেশ, জাতি ও নিজেদের জন্য প্রার্থনা করেন। গীর্জা ও খৃষ্ট সম্প্রদায়ের বাড়িতে ব্যাপক উৎসবের আয়োজন করা হয়েছিলো।