সরিকল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার সরিকল বন্দরে বুধবার ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস ও বন্দরের ব্যবসায়ীরা জানান, বুধবার ভোর সাড়ে চারটার দিকে বন্দরের ব্যবসায়ী মন্টু মাতুব্বরের বেকারী থেকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পরে। এতে বন্দরের সামচুল হকের পার্সের দোকান, ইউপি সদস্য হারুন-অর রশিদ, মোহাম্মাদ শরীফ ও আব্দুল মান্নানের পাট ও ভূসা মালের গুদাম সম্পূর্ণ ভস্মিভূত হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দু’ঘন্টা আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। তরা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সহানুভূতি জানান ও সহায়তার প্রদানের আশ্বাস দিয়েছেন।