নিজস্ব সংবাদদাতা ॥ সবার জন্য শিক্ষা লক্ষ্য নিয়ে গন স্বাক্ষরতা অভিযান প্রকল্পের অধীনে স্পীড ট্রাষ্ট ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গৌরনদী পৌর সভার সহায়তায় বুধবার সকালে এক বর্নাঢ্য রিকসা র্যালী বের করা হয়। র্যালীটি পৌরসভা ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাব চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি গৌরনদী পৌর মেয়র মোঃ হারিসুর রহমান ও বিশেষ অতিথি গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্ধোধন ঘোষনা করেন।
স্পীড ট্রাষ্টের প্রদীপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাকিল ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি গৌরনদী পৌর মেয়র মোঃ হারিসুর রহমান, বিশেষ অতিথি গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, স্পীড ট্রাষ্টের প্রোগ্রাম অফিসার ঝুমা কর্মকার, ফোকাল পারসন তানিয়া আক্তার, সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস, রিকসা চালক সফিকুল ইসলাম, ইব্রাহিম সরদার প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষা গ্রহনে শিশুদের শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ, প্রাথমিক শিক্ষা গ্রহন নিশ্চিত করনে সর্ব স্তরের মানুষকে উদ্বুদ্ধ করনে এ কর্মসূচী পালন করা হয়। এতে অর্ধশতাধিক রিকসা চালক রিকসা নিয়ে শত স্ফুর্তভাবে র্যালী ও সমাবেশে অংশ নেন।