আগৈলঝাড়ায় ৯ হাজার ৬’শ সেট ইংরেজী বই সংকট

নিজস্ব সংবাদদাতা ॥ প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথমদিনে নতুন বই বিতরনের আর মাত্র চারদিন বাকি থাকলেও বরিশালে আগৈলঝাড়ায় এখনও চাহিদানুযায়ী বই সরবরাহ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পাওয়া অনিশ্চিত হয়ে পরেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা অফিসের চাহিদানুযায়ী ২০১৩ সালের শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেনীতে ৪ হাজার ৮’শ সেট, দ্বিতীয় শ্রেনীর ৪ হাজার ৬’শ সেট, তৃতীয় শ্রেনীতে ৪ হাজার ৮’শ সেট, চতুর্থ শ্রেনীতে ৪ হাজার ৮’শ সেট ও পঞ্চম শ্রেনীতে ৪ হাজার সেট বইর চাহিদার বিপরীতে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর ইংরেজী ৪ হাজার ৮’শ সেট করে মোট ৯ হাজার ৬’শ সেট বই গতকাল বুধবার পর্যন্ত সরবরাহ করতে পারেনি সরকারের নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান গবসন্স পেপার লিমিটেড। তাই নতুন বছরের প্রথমদিনে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর কোমলমতি শিশু শিক্ষার্থীরা অন্যান্য বই হাতে পেলেও  ইংরেজী বই পাবেনা বলে আশংকা করছেন সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা। তবে কবে নাগাদ ঠিকাদার বই সরবরাহ করতে পারবেন তাও বলতে পারেননি উপজেলা শিক্ষা অফিস।

আগৈলঝাড়ায় ৯ হাজার ৬’শ সেট ইংরেজী বই সংকট