গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শণ

নিজস্ব সংবাদদাতা ॥ অকৃতকার্য এইচএসসি পরীক্ষার্থী ৮৪ জন ছাত্রীদের ফরম পূরনের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রীরা। আধাঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে ছাত্রীরা তাদের বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

জানা গেছে, গৌরনদী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য ৮৪ জন ছাত্রীরা তাদের ফরমপূরনের দাবিতে দীর্ঘদিন থেকে কলেজ অধ্যক্ষর কাছে ধর্ণা দিয়ে ব্যর্থ হন। অবশেষে ওইসব শিক্ষার্থীরা কোন উপায়অন্তুর না পেয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে গৌরনদী থানার ওসি (তদন্ত) শিশির কুমার ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সাথে কথা বলে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। কলেজ অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ জানান, আগামি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনের জন্য কলেজ থেকে সর্বমোট ৩২৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে মাত্র ৭০ জন শিক্ষার্থী সকল বিষয়ে উত্তীর্ণ হয়। তার পরেও কলেজ গবর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক ২ বিষয়ে অকৃতকার্যসহ মোট ২৪১ জন শিক্ষার্থীকে ফরম পূরনের সুযোগ দেয়া হয়েছে। বাকি ৮৪ জন শিক্ষার্থীরা ৩ থেকে ৬ বিষয়ে অকৃতকার্য হওয়ায় গবর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক তাদের ফরম পূরন করা হয়নি। তিনি আরো জানান, গত বছর কলেজ থেকে ২০১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও তারমধ্যে ১০১ জন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শণ