আগৈলঝাড়ায় হাড় কাঁপানো শীতে একজনের মৃত্যু

দেলোয়ার সেরনিয়াবাত ॥ গত এক সপ্তাহের হাড় কাঁপানো শীতে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। মাঝে মধ্যে দুপুরের পরে সূর্যের মুখ দেখা গেলেও তার স্থায়ীত্ব হচ্ছে খুবই কম। শীতের কারনে পুরাতন ও গরম কাপড়ের দোকানে দরিদ্র ও নিন্ম আয়ের লোকজনের ভীড় বেড়েছে লক্ষনীয় ভাবে। তবে অন্যবছরের তুলনায় এবছর পুরান কাপড়ের দাম অনেকাংশে বেড়ে গিয়েছে। শীতের কারনে লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করছে। তীব্র শীতের কারনে দরিদ্র কৃষকেরা জমিতে কাজ করতে না পারায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

প্রচন্ড শীতে গতকাল বৃহস্পতিবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামে জেন্নাত আলী মোল্লা (৮০) নামের এক বৃদ্ধ মারা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারিভাবে বরাদ্দকৃত ৩’শ কম্বলের মধ্যে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২’শ পিচ কম্বল বন্টন করা হলেও এখন পর্যন্ত কোন কম্বল বিতরন করা হয়নি।