বরিশালে কন্যা সন্তান প্রসব করায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ কন্যা সন্তান প্রসব করায় পাষন্ড স্বামীর নির্যাতনে শুক্রবার রাতে দুই সন্তানের জননী মায়া বেগম (২২) মারা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার মর্গে প্রেরন করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার ধামুড়া গ্রামের হোসেন মোল্লার কন্যা মায়া বেগমের সাথে গৌরনদীর চন্দ্রহার গ্রামের আবুল কালাম সরদারের পুত্র রুহুল সরদারের গত চার বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয়। তাদের সংসারে গত ১৫ মাস পূর্বে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। গত বৃহস্পতিবার মায়া বেগম দ্বিতীয় কন্যা সন্তান প্রসব করে। কন্যা সন্তান প্রসব করার কারনে পাষন্ড স্বামী রুহল সরদার ওইদিন শৈত্য প্রবাহের মধ্যে স্ত্রী মায়া বেগমকে দিয়ে প্রসবের রক্ত ও ময়লা পরিস্কারসহ স্ত্রীকে কোন চিকিৎসা সেবা না দিয়ে খাবার দাবার বন্ধ করে শারিরিক ও মানসিক নির্যাতন চালায়। এতে শুক্রবার রাত ১১টার দিকে প্রসূতি মায়া বেগম মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা  হোসেন মোল্লা বাদি হয়ে গতকাল শনিবার সকালে জামাতা রুহুল সরদারকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।