আগৈলঝাড়ায় মনসা মন্দিরের প্রতিমা ভাংচুর ॥ একজন গ্রেফতার

গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের বিনোদ সরকার ওরফে বিনোদ সাধুর বাড়ির মনসা মন্দিরের প্রতিমা রবিবার রাতে ভাংচুর করেছে পাশ্ববর্তী গ্রামের কতিপয় বখাটে যুবকেরা। এ ঘটনায় পুলিশ গতকাল সোমবার সকালে এনামুল হক মৃধা ওরফে কিনাই নামের এক যুবককে গ্রেফতার করেছে। মন্দিরের সেবাইত বিনোদ সরকার ওরফে বিনোদ সাধু জানান, দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী মোল্লাপাড়া গ্রামের এনামুল হক মৃধা ওরফে কিনাই, রোকন হাওলাদার, রিপন হাওলাদার ও ইকবাল মোল্লা পূজা অর্চনার সময় মন্দিরে আসা ভক্তদের নানা ধরনের উত্যক্ত করে আসছিলো। এর প্রতিকার চেয়ে গত শুক্রবার উল্লেখিত যুবকদের অভিভাবকদের কাছে বিচার দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা রবিবার রাত সাড়ে নয়টার দিকে অর্তকিত ভাবে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ভাংচুর করে। এসময় বখাটেরা ওইবাড়ির সুনিল রায়ের স্কুল পড়–য়া কন্যা মায়া রায় ও কনিকা রায়কে তুলে নেয়ারও হুমকি দেয়। এ ঘটনায় স্বপন রায় বাদি হয়ে গতকাল সোমবার সকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। থানার এস.আই নাসির উদ্দিন একদল পুলিশ নিয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রতিমা ভাংচুরের মুলহোতা এনামুল হক মৃধা ওরফে কিনাই ফকিরকে (২২) গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।