ফরমালিন আমদানী বিক্রিতে নিষেধাজ্ঞার দাবীতে বরিশালে মানববন্ধন

বরিশাল সংবাদদাতা ॥ খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন এর আয়োজনে খাদ্রপন্যে রাসায়নিক সন্ত্রাস বন্ধ করা ও ফরমালিন মুক্ত খাবারের দাবীতে আজ ৩০ ডিসেম্বর রোববার সকাল ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন কর্মী রেজবিউল কবিরের সঞ্চালনায় ও মানবাধিকার জোটএর সভাপতি ডাৎ সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তৃতা করেন ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, কনজুমার এসোসিয়েশন ক্যাব বরিশাল এর  সাধারন সম্পাদক রনজিত দত্ত, সহ সভাপতি এ্যাডঃ হিরন কুমার দাস মিঠু, মজিবর রহমান প্রমূখ ।
বক্তারা বরিশালকে পরমালিন মুক্ত করতে বাজার গুলোতে নিয়মিত পরীক্ষা ও অভিযান পরিচালনা করার জন্য সিটি কর্পোরেশন এর মেয়র শওকত হোসেন হিরন এর প্রতি আহ্বান জানন । খাদ্য পন্য তাজা রাখতে বিষ প্রয়োগ কারীরা নিরব ঘাতক । তারা খুনের মত অপরাধী কেন হবেনা । তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করে বক্তারা বলেন, বর্তমান আমদানী নীতি আদেশ ২০০৯-১২ অনুযায়ি, ফরমালিন আমদানীর ব্যাপারে কোন বাধা বা সর্ত নেই । যে কেউ যে কোন পরিমান ফরমালিন আমদানী করতে পারে । খাদ্যপন্য অনেক দিন ধরে তাজা রেখে বিক্রির স্বার্থে ফরমালিন ব্যবহার করে আসছে অসাধু ব্যবসায়ীরা । বরিশালের বাজার এখন ফরমালিন যুক্ত খাদ্য পন্যে ছেয়েগেছে । এবিষয়ে আইন ও আদালত মানা হচ্ছে না । বক্তারা সরকারের কাছে ফরমালিন আমদানী ও বিক্রিতে নিষেধাজ্ঞার দাবী জানান ।