Menu Close

শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা গৌরনদীর ২৫ জন ছাত্রীর আত্মহত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ২৫ জন শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার হুমকি দিয়েছে। টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারনে ওই ছাত্রীদের ফরম পূরন না করায় তারা গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে আত্মহত্যার হুমকি দেয়। পরে আজ সোমবার সকাল এগারোটায় কলেজ গবনিং বডির সদস্যরা জরুরি বৈঠকের আশ্বাস দেয়ার পর বিক্ষুব্ধ ছাত্রীরা শান্ত হয়। তার পরেও ফরম পূরন করা হবে কিনা এ নিয়ে অজানা শংকা বিরাজ করছে বিক্ষুব্ধ ছাত্রীদের মধ্যে। তাই ওইসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ফরম পূরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে শিক্ষা মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, গৌরনদী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য ৮৪ জন ছাত্রীরা তাদের ফরমপূরনের দাবিতে দীর্ঘদিন থেকে কলেজ অধ্যক্ষর কাছে ধর্ণা দিয়ে ব্যর্থ হন। অবশেষে ওইসব শিক্ষার্থীরা কোন উপায়অন্তুর না পেয়ে ইতোমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর কয়েকজন ছাত্রীর ফরম পূরন করা হলেও বাকি ২৫ জন ছাত্রীর ফরম পূরন করা হয়নি।

বিক্ষুব্ধ ছাত্রী সুমাইয়া আক্তার, সম্পা দাস, সুর্বনা সুলতানা, শারমিন খানম, নুরুন নাহারসহ একাধিক ছাত্রীরা অভিযোগ করেন, তারা ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য হওয়া সত্বেও কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম পূরন না করায় তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পরেছে। এমতাবস্থায় তাদের ফরম পূরন করা না হলে তারা কলেজ ক্যাম্পাসে বসে বিষপানে আত্মহত্যা করবেন বলেও হুমকি প্রদর্শন করে। কলেজ অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ জানান, কলেজ গবর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক ছাত্রীদের ফরম পূরন করা হয়েছে।