সৌদি আরবে মৃত: মুক্তিযোদ্ধা রতন আলীর মরদেহ নিয়ে দু:শ্চিন্তায় পরিবার

আহমেদ জালাল, বরিশাল ॥ সৌদি আরবের এক কোম্পানীতে কর্মরত বরিশালের মুক্তিযোদ্ধা মো: রতন আলী মারা গেছেন। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে বইছে শোকের মাতম। বিশেষ করে সেখান থেকে মরদেহ দেশে আনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। এক্ষেত্রে পরিবারের সদস্যরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি কামনা করেছেন।

জানা গেছে, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা মো: রতন আলী। একাত্তরে যিনি দেশ মাতৃকার টানে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ছিনিয়ে এনেছিলেন বিজয় পতাকা। এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। যার নম্বর ৩৯৬৩১২৯। দীর্ঘ সময়েও তাকে মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয়নি। সর্বশেষ বর্তমান আ’লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হন রতন আলী।

এদিকে, রতন আলী দীর্ঘ দিন ধরে সৌদি আরবে কোম্পানীতে কর্মরত থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করে আসছিলেন। প্রথমে তিনি রিয়াদে আল খোদারী কোম্পানীতে কাজ নেন। আল খোদারী কোম্পানী বেতন ঠিকমত দিত না। এজন্য সেখান থেকে জেদ্দায় আব্দুল্লাহ কোম্পানীতে সম্প্রতি কাজে যোগদান করেন রতন আলী। আর আগের কর্মস্থল আল খোদারী কোম্পানী রতন আলীর পার্সপোর্ট এবং আকামা রেখে দিয়েছে। শুক্রবার ২৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ কোম্পানীতে কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা রতন আলী।