বরিশালে বিএনপির অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত

হাসিবুল ইসলাম, বরিশাল ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবর রহমান সরোয়ার এমপি বলেছেন আ’লীগ যুদ্ধাপরাধীদের বিচার করতে চায় না। মূলত তারা হত্যা-গুম-যুলুম-নির্যাতন, ব্যর্থতা, হলমার্ক ও শেয়ার বাজার কেলেঙ্কারী কথা জনগনকে ভুলিয়ে রাখতে চাচ্ছে। যুদ্ধাপরাধের বিচারের নামে আলেম উলামা ও বিএনপি সহ ১৮ দলীয় জোট নেতাকর্মীদের গ্রেফতার করে ২০২১ ভিশন বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে।  কিন্তু দেশের মানুষ তাদের এ ষড়যন্ত্র রুখে দাড়াবেই। গতকাল দুপুরে মহানগর বিএনপি আয়োজিত অবস্থান ধর্মঘট কর্মসূচী পালনকালে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সরোয়ার বলেন, এ সরকারের হাতে ইসলাম ও কোরআন নিরাপদ নয়। ইসলাম বিদ্বেষী এ সরকারের পতন ঘনিয়ে আসছে। তত্বাবধায়ক ছাড়া বাংলার মাটিতে কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবে না।  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট চলে। সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। শুধু বিএনপিই নয় অবস্থান ধর্মঘট কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, পিপলস পার্টি ও জাগপা সহ ১৮ দলের নেতাকর্মীরা কর্মসূচীতে অংশ নেন। অবস্থান ধর্মঘট কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি মাহমুদ গোলাম সালেক, সাবেক এমপি আবুল হোসেন খান, মহানগর বিএনপির সম্পাদক এ্যাড. কামরুল আহসান শাহিন, জেলা বিএনপির সাবেক সম্পাদক এবায়েদুল হক চান, ড্যাবের সভাপতি প্রফেসর ডাঃ আজিজ রহিম, বিএনপি নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, মনিরুজ্জামান ফারুক, মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, খেলাফত মজলিসের মহানগর সভাপতি অধ্যাপক আবুল কাশেম মোঃ শ্হাজাহান, যুবদল নেতা জিয়া উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান পিন্টু, ছাত্রদল নেতা খন্দকার আবুল হাসান লিমন, মাসুদ হাসান মামুন প্রমুখ।