বিসিসি মেয়রকে নিমন্ত্রন না করায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান পন্ড

হাসিবুল ইসলাম, বরিশাল ॥ বরিশালে চারন খেলাঘর আসর আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিসিসি মেয়রকে নিমন্ত্রণ না করায় ছাত্রলীগ ও আ’লীগ হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করে দিয়েছে। আর এ হামলায় ২৯নং ওয়ার্ড কাউন্সিলর  ফরিদ আহমেদ নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশপাশি অনুষ্ঠান বানচাল করতে গতকাল সোমবার বিকালে একই সময় মাইকিং করে ফুটবল খেলার ঘোষণা দেয়া হয়েছিল। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিলে বরিশাল বি এমপির বিমানবন্দর থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা গেছে, গতকাল সোমবার বিকাল ৩টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ার জন্য কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠানের আয়োজন করে চারন খেলাঘর আসর। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি করা  হয়েছিল জেলা প্রশাসক শহীদুল আলমকে। বিশেষ অতিথি করা হয় জেলা খেলাঘর কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দেসহ স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তিকে। এতে ক্ষুদ্ধ হয়ে রবিবার রাতে মঞ্চ নির্মান কাজ বন্ধ করে স্থানীয় ছাত্রলীগ ও আলীগ নেতারা। এ ঘটনায় গতকাল সারাদিন ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজমান ছিল।

স্থানীয় একটি সূত্র জানায়, যে কলেজের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই কলেজের সভাপতি বিসিসি মেয়র শওকত হোসেন হিরন। তাই তাকে ও স্থানীয় কাউন্সিলরকে নিমন্ত্রণ না করায় হামলা চালিয়েছে আ’লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলাকারীরা হল, ২৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, সাবেক মহানগর ছাত্রলীগের সদস্য রিয়াজ ভূইয়াসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন। এ বিষয়ে জানতে খেলাঘর আসর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জগলুল হায়দার শাহীন বলেন, কাউন্সিলর ফরিদ আহমেদকে নিমন্ত্রণ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়েছে। কাউন্সিলর ফরিদ জানায়, সংশ্লিষ্ট ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা না দিয়ে দূরদূরান্তের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে এবং মেয়র মহোদয়কে নিমন্ত্রণ না করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছে।