আগৈলঝাড়ায় সওজের সড়কের দু’পাশের প্রশস্তকরণের কাজ ৬মাস ধরে বন্ধ রয়েছে

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া-ঘোষেরহাট সওজের সড়কের প্রশস্তকরণের কাজ দীর্ঘ ৬মাস ধরে বন্ধ থাকায় জনগণসহ যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে বরিশাল সওজের কোন মাথাব্যথা নেই। বরিশালের সওজ বিভাগ থেকে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ শুরু করার জন্য একাধিকবার চিঠি দেয়া হয়েছে। জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা সদরের থানা গেট থেকে গৌরনদী উপজেলার ঘোষেরহাট পর্যন্ত সড়কের উভয়পার্শ্বে ৩ ফুট করে সড়ক সম্প্রসারণ ও পাকাকরণের জন্য ২০১০ সালের শেষের দিকে টেন্ডার আহ্বাণ করে বরিশাল সড়ক ও জনপথ বিভাগ। টেন্ডারে মুলাদীর সাবেক এমপি প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মাইদুল ইসলামের ঠিকাদারী প্রতিষ্ঠান এনএম কনসোর্র্টিয়াম ৫ কোটি ২১ লাখ টাকার কার্যাদেশ পায়। কার্যাদেশ অনুযায়ী ২০১২ সালের ডিসেম্বর মাসে কাজটি শেষ করার কথা থাকলেও বর্তমানে ৫০ ভাগের বেশি কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে  বিল না পাওয়ার অজুহাত দেখিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘ ৬ মাস ধরে কাজ বন্ধ রেখেছে। সড়কের বিভিন্নস্থানে কার্পেটিং উঠে গিয়ে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। এতে রাতের অন্ধকারে যানবাহনসহ লোকজনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বরিশাল সওজ বিভাগ এব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করছেননা ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এব্যাপারে সওজের উপ-প্রকৌশলী শিশির কুমার বড়াল জানান, কাজ শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। এ প্রকল্পের বরাদ্দকৃত অর্থ পর্যাপ্ত পরিমাণ রয়েছে।