অবশেষে আবুল হাসানাতের হস্তক্ষেপে গৌরনদীর ৬৩ জন ছাত্রী বিশেষ ব্যবস্থাপনায় ফরম পুরনের সুযোগ পেলো

মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী ॥ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ হস্তক্ষেপে অবশেষে বিশেষ ব্যবস্থাপনায় বরিশালের গৌরনদী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ৬৩ জন  ছাত্রী এইচএসসি পরীক্ষায় ফরম পুরনের সুযোগ পেলো। মঙ্গলবার বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুমতিক্রমে ওই ছাত্রীদের ফরম পুরন করা হয়।

ছাত্রী ও কলেজ সুত্রে জানা গেছে, গৌরনদী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য ৮৪ জন ছাত্রীরা তাদের ফরমপূরনের দাবিতে দীর্ঘদিন থেকে কলেজ অধ্যক্ষর কাছে ধর্ণা দিয়ে ব্যর্থ হন। অবশেষে ওইসব শিক্ষার্থীরা কোন উপায়অন্তুর না পেয়ে ইতোমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। একাধিকবার কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে বিষের বোতল নিয়ে আত্মহত্যার হুমকি দেয়। এরপর ২১ জন ছাত্রীর ফরম পূরন করা হলেও বাকি ৬৩ জন ছাত্রীর ফরম পূরন করা হয়নি। ৩০ ডিসেম্বর ফরমপুরনের সর্ব শেষ তারিখ ছিল। কলেজ অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ বলেন, এ নিয়ে গত কয়েক দিন যাবত বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ উক্ত সংবাদ দৃষ্টি গোচর হন। তিনি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদারকে ফরম পুরণ করার জন্য অনুরোধ করেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার সত্যতা স্বীকার করে কালের কণ্ঠকে বলেন, কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্তÍ অনুয়ায়ী বিশেষ অনুমতিক্রমে তাদের ফরম পুরনের ব্যাবস্থা করা হয়েছে।