নিজস্ব সংবাদদাতা ॥ ছাত্রদলের প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি ভাবে র্যালী, আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়েছে। সকাল দশটায় নগরীতে বনার্ঢ্য র্যালী শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথক ভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রিয়াজ উদ্দিন ভুইয়া। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু। অপর এক আলোচনা সভায় ছাত্রদল নেতা আল-মামুন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী সোহাগ, সাইদ হাওলাদার, মনিরুজ্জামান মনির প্রমুখ।