বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঝুঁলছে তালা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুঁলিয়ে দিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির তিন সদস্যরা। ফলে গত দু’দিন ধরে ওই শিক্ষক তার কক্ষে প্রবেশ করতে পারছেন না।

জানা গেছে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার নিজের কাছে ক্ষমতা ধরে রাখার জন্য ম্যানেজিং কমিটির সদস্যদের মতামতকে উপেক্ষা করে দীর্ঘদিন থেকে ওই স্কুলের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও দুইজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক গড়িমসি করে আসছেন। সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হয় গত বছরের ২২ নবেম্বর। অবশেষে উপায়অন্তুর না পেয়ে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ পক্রিয়া সম্পন্নের দাবিতে ম্যানেজিং কমিটির তিনজন সদস্যরা স্থানীয়দের সম্মতিক্রমে গত ৩১ ডিসেম্বর বিকেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুঁলিয়ে দিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গড়িমসির ঘটনার সত্যতা স্বীকার করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রব হাওলাদার বলেন, ব্যক্তিগত কাজে আমি ঢাকায় রয়েছি। ঘটনারদিনই মোবাইল ফোনের মাধ্যমে কক্ষে তালা ঝুঁলিয়ে দেয়ার বিষয়টি আমি শুনেছি।