আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বছরের প্রথমদিনে কোমলমতি শিশুদের মাঝে বই বিতরণ করেছেন বরিশালের আগৈলঝাড়া মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী ও এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুদার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী। সকালে উপজেলার গৈলা মাধ্যমিক বিদ্যালয়, বাকাল নিরাঞ্জন বৈরাগী ও পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পুলিন বিহারী জয়ধর, মিজানুর রহমান ও নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিরাঞ্জন বৈরাগী প্রমুখ।