বিসিসির কাউন্সিলর ফরিদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরিদ আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা না নিয়ে শুধু লিখিত অভিযোগ রেখেছেন বিমান বন্দর থানা পুলিশ। বিসিসি মেয়রের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকেলে মানববন্ধন পালন শেষে খেলাঘর আসর ও সাংস্কৃতিক অঙ্গনের নেতা-কর্মীরা মামলা দায়েরের জন্য বিমান বন্দর থানার গেলে ওসি শহিদুল্লাহ নেতা-কর্মীদের দু’ঘন্টা থানায় বসিয়ে রেখে মামলা না নিয়ে শুধু অভিযোগ রেখে বিদায় দেন। থানা পুলিশের এমন কর্মকান্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতারা। এ বিষয়ে বিমান বন্দর থানার ওসি শহীদুল্লাহ বলেন, এজাহার অভিযোগ হিসেবে নেয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা মিললে অভিযোগ থেকে মামলায় রূপান্তর করা হবে।

এজাহারে বাদি চারণ খেলাঘর আসরের সভাপতি মোঃ বদরুল হুদা নাসিম উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আগের দিন ৩০ ডিসেম্বর সন্ধ্যায় কাশিপুর হাইস্কুল এন্ড কলেজ মাঠে মঞ্চের কাজ বন্ধ করে দেয় কাউন্সিলর ফরিদ ও তার সহযোগীরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক শহিদুল আলমকে প্রধান অতিথি করা হয়েছিলো। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কাউন্সিলর ফরিদকে নিমন্ত্রণ না করায় তার সহযোগীরা হামলা চালিয়ে মঞ্চ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ সময় খেলাঘর আসরের নেতা-কর্মীদের মারধরও করা হয়। মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান পন্ড করার ঘটনায় কাউন্সিলর ফরিদসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।