নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলা আ’লীগের সাধারন সম্পাদক, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র শ্বশুর বিশিষ্ট সমাজ সেবক, গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের বাসিন্দা কাজী মোখলেছুর রহমান (৯২) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার রাতে নগরীর কাউনিয়ার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির… রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর নগরীর গোরস্তান রোডস্থ আঞ্জুমান মফিজুল ইসলাম মাঠে মরহুমের জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র শওকত হোসেন হিরন, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোখলেছুর রহমান, সৈয়দ মনিরুল ইসলাম মনি-এমপি, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, আ’লীগ নেতা কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবর রহমান সরোয়ার-এমপি, চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।