মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে চার উপজেলার সাংবাদিকদের প্রতিবাদ সভা

গৌরনদী অফিস ॥ মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সমন্ময়ে উজিরপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু ও সদস্য বশির আহম্মেদ বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে পুলিশ হয়রানি করে আসছে। এর প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সদস্য তপন বসু, অপূর্ব লাল সরকার, কে.এম আজাদ রহমান, ওমর আলী সানী, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সম্পাদক আরিফুর রহমান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, সাবেক সম্পাদক নাসির বালী, মিজানুর রহমান মিজান, কল্যান চন্দ্র, শাকিল মাহমুদ বাচ্চু, নাজমুল ইসলাম, এমদাদুল কাসেম সেন্টু, ও আসাদুল হক প্রমুখ।
বক্তরা সাংবদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানান। এ প্রতিবাদ সভায় গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।