বগুড়ার বাদশা ও কলি বরিশালে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ দীর্ঘ ৩ মাস নিখোঁজ থাকার পর অবশেষে বগুড়ার বাদশা বাহাদুর ও ফুলকলি নামের দু’টি হাতিকে বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ হাতি দুটিকে উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানা গেছে, কোথাও তাদের খোঁজ না পেয়ে আদালতের স্মরণাপন্ন হন বাদশা ও কলির মালিক মমতাজ মিয়া। পরে আদালত তাদের খু‍জে বের করতে সার্স ওয়ারেন্ট জারি করে। তারা বর্তমানে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, আদালতের নির্দেশের প্রেক্ষিতে বুধবার রাতে বিএম কলেজ ক্যাম্পাস থেকে বাদশা বাহাদুর ও ফুলকলি নামের দুটি হাতি উদ্ধার করা হয়। বগুড়ার জনৈক মমতাজ মিয়ার মালিকানাধীন হাতি দুটি বিভিন্ন সার্কাসে খেলা দেখাতো। হাতির মালিক মমতাজ মিয়া জানান, মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে গত ২১ সেপ্টেম্বর সার্কাস দল কমলাকে হাতি দুটি ভাড়া দেন তিনি। হাতি দুটি নেয়ার সময় কমলা এক মাসের ভাড়া বাবদ নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা পরিশোধ করে। কিন্তু হাতি দুটি নিয়ে নিখোঁজ হয় কমলা। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যার্থ হন তিনি। তিনি আরো জানান, হাতি খুঁজে না পেয়ে আদালতের দারস্থ হন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত হাতি খুঁজে বের করতে সার্স ওয়ারেন্ট জারি করেন। পরে র‌্যাব ও পুলিশ হাতি দুটি উদ্ধার করেছেন।