নিজস্ব সংবাদদাতা ॥ প্রকাশিত সংবাদের জেরধরে দৈনিক ভোরের কাগজের বরিশালের ব্যুরো প্রধান ও বরিশাল থেকে প্রকাশিত বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক এম. মিরাজ হোসাইনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেছেন মহানগর আ’লীগের সদস্য এস.এম আনিস শরীফ।
আদালত সূত্রে জানা গেছে, মহানগর আ’লীগের সদস্য নগরীর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা এস.এম আনিস শরীফ ওরফে আনিস মুহুরীর বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর দৈনিক বরিশাল প্রতিদিনে ভূমিদস্যু সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জেরধরে আনিস শরীফ বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১০ লক্ষ টাকার মানহানি ও ২০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগ এনে লিখিত আবেদন করেন। এ প্রেক্ষিতে আদালতের বিচারক মামলাটি এজারভূক্ত করার জন্য কোতয়ালী থানায় ওসিকে নির্দেশ দেন। সাংবাদিক এম. মিরাজ হোসেন জানান, সংবাদ প্রকাশের দু’দিন পূর্ব থেকে তিনি ছুটিতে ঢাকায় অবস্থায় করছিলেন। প্রকাশিত সংবাদের সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলেও তিনি উল্লেখ করেন।