Menu Close

আগৈলঝাড়ায় পাওনা টাকা চাওয়ায় হোটেলে হামলা চালিয়ে ভাংচুর

নিজস্ব সংবাদদাতা ॥ পাওনা টাকা চাওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারের একটি হোটেলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। এসময় ওই হোটেলের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

ওই বাজারের বিসমিল্লাহ্ হোটেলের মালিক মোঃ শাহিন জানান, সেরাল গ্রামের বাবুল সেরনিয়াবাতের পুত্র সাগর সেরনিয়াবাত তার হোটেল থেকে ৩ হাজার ৬ শত টাকার বাকি খাবার খায়। বিভিন্ন সময় পাওনা টাকা চাইলে সাগর তালবাহানা শুরু করে। শুক্রবার সন্ধ্যা রাতে হোটেল মালিক শাহীনের ভাই রমিজ তাদের পাওনা টাকা সাগরের কাছে চাইতে গেলে সে রমিজের ওপর ক্ষিপ্ত হয়ে প্রথমে চেয়ার ছুড়ে মারে। পরে হামলা চালিয়ে হোটেলের আসবাবপত্র ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

শাহিন আরো অভিযোগ করেন, প্রকাশ্যে তার হোটেলে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করলেও স্থানীয়রা সাগরের ভয়ে কেউ প্রতিবাধ করতে সাহস পায়নি। হামলাকারী সাগর সেরনিয়াবাত আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক।  এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সভাপতি বরুন বাড়ৈ জানান, সাগরের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।