নিজস্ব সংবাদদাতা ॥ হরতালের সমর্থনে গতকাল শনিবার বিকেলে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দরা।
বিকেল চারটায় দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার-এমপি। বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ-এমপি, মহানগর জামায়াতের আমির এ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল, বিএনপি নেতা এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি আবুল কাশেম মোঃ আব্দুল জব্বার প্রমুখ।