নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি শামা ওবায়েদের গাড়ি বহরের হামলার প্রতিবাদে গৌরনদী পৌর ও উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বন্দরস্ত অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আহবায়ক মোঃ সরোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ ফকির টিটু, পৌর সিনিয়র যুগ্ম আহবায়ক খান আতাউর রহমান কমল, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ওয়াসিম, মোঃ হিরা হাওলাদার, সাইদুল শিকদার, মোঃ হুমায়ুন কবির, নাহিদ, দিদার হোসেন ফকির, মাকসুদ খলিফা, মহিউদ্দিন মোল্লা, নিপুন তালুকদার, খাইরুল হাওলাদার, এস.এম ইমরান, সিনিয়র সদস্য জসিম বেপারী, সদস্য পিয়াস ফকির, মনির কাজী, এবাদাত ঘরামী, শাহআলম ঢালী, পারভেজ সরদার, ইমরান সরদার প্রমুখ। বক্তারা শামা ওবায়েদের গাড়ী বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।