মাহিলাড়ায় তথ্য কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব

নিজস্ব সংবাদদাতা ॥ মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোঃ আজাদুর রহমান মল্লিক রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্র এবং গ্রাম আদালত পরিদর্শন করেছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারে আলম মাকসুদ চৌধুরী, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালম, ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন সরদার, সুলতান ফকির, চাঁন মনি দেওয়ান, মোঃ শহিদুল সরদার, মোঃ জালাল সরদার, সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম, হাসনা হেনা বেগম, আলেয়া বেগম, স্থানীয় সমাজ সেবক মানিক সরদার, মামুন মোল্লা, কমল মন্ডল, তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ হাসান সরদার, নুপুর বেপারী, হাফিজ মাহমুদ প্রমুখ। উপ-সচিব মাহিলাড়া ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শনকালে উদ্যোক্তা ও সেবা গ্রহণকারীদের বক্তব্য শোনেন এবং তথ্য সেবা কেন্দ্রটি যথাযথভাবে পরিচালিত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। তথ্য সেবা কেন্দ্রটি যথাযথভাবে পরিচালনার ব্যাপারে মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর আন্তরিকতা ও সহযোগীতার ভূয়শী প্রসংশা করেন।

মাহিলাড়ায় তথ্য কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব