আগৈলঝাড়ায় প্রতিমা ভাংচুরস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের ঐতিহ্যবাহী মনসা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। 
জানা গেছে, মন্দিরের পাশ্ববর্তী মোল্লাপাড়া গ্রামের বখাটে যুবক এনামুল হক মৃধা ওরফে কিনাই, রোকন হাওলাদার, রিপন হাওলাদার ও ইকবাল মোল্লা মন্দিরে পূজা অর্চনা করতে আসা ভক্তদের দীর্ঘদিন থেকে নানাধরনের উত্যক্ত করে আসছিলো। এ ঘটনায় মন্দিরের সেবাইত বিনোদ সরকার ওরফে বিনোদ সাধু উল্লেখিত যুবকদের অভিভাবকদের কাছে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা রবিবার রাতে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ভাংচুর করে। এ ঘটনায় স্বপন রায় বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক এনামুল হক মৃধা ওরফে কিনাই ফকিরকে (২২) গ্রেফতার করে।
প্রতিমা ভাংচুরের ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার দেবব্রত ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন সার্কেল এএসপি জাকির হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অশোক কুমার নন্দি।