Menu Close

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান বানারীপাড়ায় আওয়ামীলীগের দুই গ্রুপের শোডাউন

রাহাদ সুমন, বানারীপাড়া ॥ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোডাউনের মাধ্যমে বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপ নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করেছে। ৪ জানুয়ারী বানারীপাড়া বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাণীয় সাংসদ আলহাজ্ব মনিরুল ইসলাম মনি,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার নেতৃত্বে এক গ্রুপ ও ৫ জানুয়ারী ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার নেতৃত্বে অপর গ্রুপ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জমকালো আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। দুই অনুষ্ঠানেই শত শত নেতাকর্মী অংশ গ্রহন করে। বিভিন্ন স্কুল-কলেজের নারী ছাত্রলীগ কর্মীরাও এতে স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করে যা বানারীপাড়ার ছাত্রলীগের ইতিহাসে বিরল। ৫ জানুয়ারীর অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের জনপ্রিয় সাবেক ও বর্তমান একঝাঁক নেতা অংশ গ্রহন করায় অনুষ্ঠানে বাড়তি আকর্ষনের সৃষ্টি করে। দুটি অনুষ্ঠানই সকাল থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।ব্যান্ড সঙ্গীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ছাত্রলীগ নেতাকর্মীদের পাশাপাশি নানা বয়সের নারী-পুরুষ ও শিশু গভীর রাত পর্যন্ত উপস্থিত থেকে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ছাত্রলীগের এ অনুষ্ঠান গোটা উপজেলা জুড়ে সাড়া পড়ে যায়। অনেকের মতে পৃথকভাবে উদযাপিত হলেও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো এ অনুষ্ঠান অনেক জেলা ছাত্রলীগের অনুষ্ঠানকেও হার মানিয়েছে। দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে বানারীপাড়ার জিমিয়ে পড়া ছাত্রলীগের নেতাকর্মীরা নবরুপে উজ্জীবিত হয়ে উঠেছে। আওয়ামীলীগের অভ্যন্তরীণ দ্বন্ধের সুযোগে সিনিয়র নেতাদের খরচে বিশাল আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারায় দারুন খুশি দুই গ্র“পেরই ছাত্রলীগ নেতাকর্মীরা।তারপরও দলের বৃহত্তর স্বার্থে সকল মান অভিমান ও পাওয়া-না পাওয়ার দ্বন্ধ ভুলে সিনিয়র নেতাদের আগামীর সকল অনুষ্ঠানে এক মঞ্চে দেখার অভিপ্রায় ব্যক্ত করেছেন তারা।