যৌতুকের কারনে গৌরনদীর বেজগাতিতে নববধূর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা ॥ স্বামী ও তার পরিবারের দাবিকৃত যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রামে সোমবার সকালে বুলু বেগম (১৮) নামের এক নববধূ গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, বেজগাতি গ্রামের আব্দুল হাই সরদারের কন্যা বুলু বেগমকে সামাজিক ভাবে গত তিন মাস পূর্বে পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত ফজলে হাওলাদারের পুত্র মমিন হাওলাদারের সাথে বিবাহ দেয়া হয়। বুলু বেগমের মা আনোয়ারা বেগম জানান, বিয়ের সময় নগদ ৬০ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল যৌতুক হিসেবে দেয়া হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই পূর্নরায় নগদ ৫০ হাজার টাকার জন্য বুলুকে চাঁপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে যৌতুকের দাবিতে মমিন ও তার পরিবারের লোকজনে বুলুকে প্রায়ই শারীরিক নির্যাতন করে আসছিলো। তাদের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ১ জানুয়ারি স্বামীর বাড়ি থেকে পালিয়ে বুলু পিতার বাড়িতে আশ্রয় নেয়। রবিবার বিকেলে স্বামী মমিন তার স্ত্রী বুলুকে নিতে আসে। বুলু নির্যাতনের ভয়ে তার স্বামীর সাথে যেতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে রবিবার রাতে বুলু ও তার স্বামী মমিনের সাথে বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জেরধরে গতকাল সোমবার সকাল নয়টার দিকে বুলু তার পিতার বসত ঘরের দোতালার আড়ার সাথে নিজের ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে পরিবারের লোকজনে বুলুর লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।