আগৈলঝাড়ায় নতুন একটি এসএসসি পরিক্ষা কেন্দ্রসহ একটি ভেন্যুর অনুমোদন দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় একটি নতুন মাধ্যমিক পরিক্ষা কেন্দ্র সহ অপর একটি ভেন্যুর অনুমোদন দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। বরিশাল শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রকে প্রেরিত চিঠির সূত্রমতে আগৈলঝাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুল কালাম তালুকদার জানান, উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি কেন্দ্রে পরিক্ষার্থির চাপ কমাতে ও শিক্ষার্থিদের সহজ যাতায়াতের সুবিধার্থে পাঁচটি স্কুলে নতুন পরিক্ষা কেন্দ্র করার জন্য বরিশাল বোর্ডে দাখিল করা হয়েছিল। এর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষা নিয়ন্ত্রক এক পত্রে জানান, উপজেলার গৈলা মাধ্যমিক বিদ্যালয়কে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমি (বিএইচপি একাডেমি) কেন্দ্র কোডের সাথে নতুন কেন্দ্র ঘোষণা করেণ। পাশাপাশি বাগধা (দাসপাড়া) মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরিক্ষা কেন্দ্রের ভেন্যু হিসেবেও ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। আগামী এসএসসি পরিক্ষায় গৈলা নতুন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। যদি ওই কেন্দ্রেও শিক্ষার্থিদের সংকুলন না হয় তবে, বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরিক্ষার ভেন্যু হিসেবে ব্যবহার করা হতে পারে বলে জানান ইউএনও আবুল কালাম তালুকদার।