বরিশালে নোট বই বিক্রির অভিযোগে লাইব্রেরির গোডাউন সিলগালা

নিজস্ব সংবাদদাতা ॥ নিষিদ্ধ নোট বই বিক্রির অভিযোগে গতকাল মঙ্গলবার বরিশাল নগরীর দুটি লাইব্রেরিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় ও গোডাউন সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। লাইব্রেরি দুটি হচ্ছে, ওরিয়েন্টাল বুক ডিপো ও খন্দকার লাইব্রেরি। এরমধ্যে ওরিয়েন্টাল বুক ডিপোর গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসায়ীক সনদপত্র না থাকায় দুটি আবাসিক হোটেল ও দুটি রেস্তোরা থেকে আরো ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের বেঞ্চ সহকারী মোঃ আরিফুজ্জামান জানান, নিষিদ্ধ নোট বই বিক্রি করার অভিযোগে নগরীর দুটি লাইব্রেরি থেকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীক সনদ না থাকায় নগরীর কাটপট্টি রোডের আবাসিক হোটেল চন্দ্রিমায় দুই হাজার ও অ্যাথেনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে চায়নিজ রেস্তোরা রিভার কেইফকে তিন হাজার টাকা ও গ্রিন গার্ডেন থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা তানিয়া, তানিয়া আফরোজ ও তাহমিনা পারভীন। এ সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।