নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে থানার ওসি আবুল কালামের নেতৃত্বে ওসি তদন্ত শিশির কুমার ও এস.আই আবুল হোসেন অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট, একাধিক মামলার পলাতক আসামি ও পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী, ইউপি সদস্য নান্নু মৃধা ও তার সহযোগী আনোয়ার কবিরাজকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নন্দনপট্টি গ্রামে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট নান্নু মৃধা ও তার সহযোগী আনোয়ার কবিরাজকে গ্রেফতার করা হয়।
অপরদিকে মাদক সম্রাট নান্নু মৃধাকে গ্রেফতার করায় ওইদিন বিকেলে এলাকাবাসির উদ্যোগে ওসি আবুল কালাম সহ থানা পুলিশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে এলাকাবাসি।