উজিরপুরে পৌরসভা ঘোষনা হওয়ায় এমপি সহ আ’লীগের নেতাকর্মীদের আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ – ছাত্রলীগ ও আ’ লীগের সংঘর্ষ

উজিরপুর সংবাদদাতা ॥ বরিশাল উজিরপুর উপজেলা পৌরসভা ঘোষনা দেওয়ায় এমপি সহ আ’লীগের নেতা কর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। আনন্দ মিছিল করার সময় ছাত্রলীগ ও আ’লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানাগেছে গতকাল ঢাকা প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে উজিরপুর সদর ইউনিয়নের পৌরসভা ঘোষনা দেওয়ায় গতকাল আ’ লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে উজিরপুর বাজার থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা চত্তরে মেজর জলিল স্মৃতি স্থম্বের সামনে এক পথসভা করেণ। এমপি মনিরুল ইসলাম মনি সভা চলাকালীন অবস্থায় উপজেলা  চত্তরে আসা মাত্রই ছাত্র লীগের নেতা শহিদ মহিলা কলেজের অধ্যাক্ষ আ’ লীগের নেতা এস এম মিজানুর রহমানকে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রন করে। সভায়  এমপি মনিরুল্ ইসলাম মনি বক্তব্য রাখেন এবং এমপি আ’ লীগের নেতা কর্মীদের মিষ্টি বিতরন করে ও পৌরসভা ঘোষনা করেণ। এমপি আসার পূর্বে  সভায়  বক্তব্য রাখেন বানারীপাড়া পৌসভার মেয়র গোলাম ছালেহ মঞ্জু, উপজেলা আ’ লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, সাংগঠনিক সম্পাদক অপূর্ব বাইন রন্টু, যুবলীগের কেন্দ্রীয় নেতা একে আজাদ, নবগঠিত উপজেলা যুব লীগের সভাপতি গিয়াস উদ্দীন, সেচ্ছা সেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ প্রমুখ।