উজিরপুর সংবাদদাতা ॥ বরিশালে উজিরপুর উপজেলার মূল পাইন নামক স্থানে সাবেক ইউপি সদস্য আমির মেম্বার এর বাড়ীর সামনে আলমক্কা, ঢাকা -চ ১৯৪৩ নং যাত্রী বাহী লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খালে। এ সময় ২৫/৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনা শুনে উজিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।
জানাগেছে সকাল ৮.২০ মিনিটে ধামুরা থেকে যাত্রী নিয়ে বরিশালে উদেশ্যে ছেড়ে আসে এবং গড়িয়া নতুন হাট থেকে আরও কিছু যাত্রী নিয়ে মূলপাইন আমির মেম্বারের বাড়ীর সামনে আসামাত্রই নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খালের মধ্যে পড়ে যায়। এ সময় যাত্রীরা গুরতর আহত হয়। আহতরা উজিরপুর হাসপাতালে ও বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছে।