বরিশালে পুলিশ কনষ্টবলের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব সংবাদদাতা ॥ অবৈধভাবে অর্থ উপার্জন এবং সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলার নরউত্তমপুর গ্রামের বাসিন্দা ও পুলিশের সাবেক কনষ্টবল আব্দুস সাত্তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা তিনটি দায়ের করেন দুদকের বরিশালের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। তিনটি মামলাতেই সাবেক পুলিশ কনষ্টবল আব্দুস সাত্তারকে আসামি করা হয়েছে। এছাড়াও তার স্ত্রী মনোয়ারা বেগম ওরফে রাজিয়া বেগম, কন্যা রুমা আক্তার পান্না ও পুত্র ওয়াসিম ওরফে জাকিরকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) গোলাম কবির জানান, দুদক তদন্ত করে আব্দুস সাত্তারের স্ত্রী মনোয়ারা বেগমের ব্যাংক হিসাবে ৫২ লক্ষ ১৬ হাজার ৭’শ ২০ টাকা, কন্যা রুমা আক্তারের নামে ২৭ লক্ষ ৯৬ হাজার ১’শ ৩৩ টাকা এবং পুত্র ওয়াসিমের ব্যাংক হিসাবে ১৯ লক্ষ ৬৩ হাজার ৯’শ ৬৪ টাকার সন্ধ্যান পেয়েছে। এসব সম্পদের কথা দুদকের কাছে গোপন রেখেছিল কনষ্টবল আব্দুস সাত্তার। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের বিস্তার অভিযোগ রয়েছে।