নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের সম্মিলিত আইনজীবী পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে আওয়ামী আইনজীবী পরিষদ। এ্যাডভোকেট শান্তিরঞ্জন চক্রবর্তীকে সভাপতি ও এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বাদলকে সাধারণ সম্পাদক প্রার্থী করে প্যানেল ঘোষণা করা হয়। বুধবার রাতে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সভার মাধ্যমে নতুন এ প্যানেল কমিটি ঘোষণা করা হয়েছে।
প্যানেল কমিটি ঘোষনা করেন সভার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র শওকত হোসেন হিরন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, এ্যাডভোকেট আব্দুল গাফ্ফার খান, এ্যাডভোকেট আব্দুর রশিদ খান, এ্যাডভোকেট খলিফা সাইদুর রহমান, এ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল ও এ্যাডভোকেট আনিসউদ্দিন শহীদ। কমিটির অন্য পদ প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে এ্যাডভোকেট নাসিরউদ্দিন ভুইয়া ও মজিবুর রহমান তালুকদার, যুগ্ন-সম্পাদক পদে হালিমা বেগম হ্যাপী ও মাইনুল ইসলাম বাবুল, অর্থ সম্পাদক পদে জামাল হোসেন, সাধারন সদস্য পদে ফাহাদ এম.এ বাশার, প্রদীপ কুমার রায় উজ্জল ও আতিকুর রহমান জুয়েল।
আগামী ১৫ ফেব্র“য়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলের সাথে ১৮ দলীয় ঐক্যজোট সমর্থিত আইনজীবী প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে।