বরিশালে দ্বিতীয় দিনের ন্যায় চলছে নৌ-যান শ্রমিকদের ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার বরিশালের অভ্যন্তরীণ রুটে বা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে যায়নি। খবর পাওয়া যায়নি কোন সমঝোতা বৈঠকের। সকালে নৌ-যান শ্রমিকেরা বরিশাল লঞ্চঘাটে বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা লঞ্চ মলিক সমিতির কার্যালয়ের সম্মুখে ১৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য বিক্ষোভ করেন।

কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, এখন পর্যন্ত তাদের কেউ সমঝোতা বৈঠকের জন্য ডাকেননি। তবে তারা চেষ্টা করছেন লঞ্চ চালানোর জন্য। যার ধারবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠী ও বরগুনাগামী তিনটি লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে এসেছে। যাত্রীদের নিরাপত্তার জন্য বরিশাল লঞ্চঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত উভয় পক্ষ অনড় থাকায় চরম বিপাকে পড়েছেন এখানকার যাত্রীরা। বরিশাল লঞ্চ মালিক সমিতির নির্বাহী সদস্য মোঃ সুলতান মাহমুদ জানান, এ ধর্মঘটের তারা কোন যৌক্তিকতা খুঁজে পাননি। আর তাদের পক্ষে শ্রমিকদের এ দাবি মেনে নেয়ার আদৌ সম্ভব নয়।