ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা – বরিশালে শৈত্য প্রবাহে পাগলীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ তীব্র শৈত্য প্রবাহের কারনে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থানে অজ্ঞাতনামা (৫৫) এক পাগলীর মৃত্যু হয়েছে। পুলিশ পাগলীর লাশ উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করেছে। ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ॥ বরিশালে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো বুধবার (৯ জানুয়ারি)। ওইদিন দুপুর পর্যন্ত ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম মিয়া জানান, বরিশালের ইতিহাসে এটাই ছিলো সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে যাওয়ায় শীত জেকে বসেছে দক্ষিণের জনপদে।