নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ থেকে জি টু জি পদ্ধতিতে সহজ শর্তে স্বল্প খরচে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের জন্য গতকাল রবিবার থেকে বরিশালে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। বরিশাল জেলার ৮৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৭টি ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে ৫০টাকার বিনিময়ে নিবন্ধিত হচ্ছেন মালয়েশিয়া যেতে আগ্রহীরা। তবে ইন্টারনেট সংযোগে ক্রটি দেখা দেয়ায় নিবন্ধনে কিছুটা বেগ পেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের।
জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, প্রচন্ড শীতকে উপেক্ষা করে ফরম পূরনের জন্য তার পরিষদের সম্মুখে সকাল নয়টা থেকেই শত শত যুবকেরা ভীড় করতে থাকেন। একপর্যায়ে ভীড় সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তথ্য সেবা কেন্দ্রের তথ্য কর্মীরা জানান, সার্ভার সমস্যার কারনে চাহিদা অনুযায়ী নিবন্ধন করা যাচ্ছে না। তাই নিবন্ধন ইচ্ছুকদের লম্বা লাইনের সৃষ্টি হয়েছে।
এদিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালযে এ সংক্রান্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাঁচ সদস্যের একটি টিম এ কন্ট্রোল রুমে সার্বিক দায়িত্ব পালন করছেন। নিবন্ধন থেকে শুরু করে সব কিছু তদারকি করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ওয়াহিদুজ্জামান। তিনি জানান, জেলার ৭৭টি ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করছেন মালয়েশিয়া যেতে আগ্রহী প্রার্থীরা। প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় ৮টি ইউনিয়নে নিবন্ধন বন্ধ রয়েছে। নিবন্ধনে ধীর গতির কারন হিসেবে তিনি বলেন, এক যোগে নিবন্ধনের কাজ শুরু হওয়ার সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। তবে দুপুরের পর থেকে পুরোদমে নিবন্ধনের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
কন্ট্রোল রুম থেকে জানা গেছে, জেলার ৮৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে যে ৮টি ইউনিয়ন পরিষদে নিবন্ধন বন্ধ রয়েছে তা হচ্ছে, উজিরপুর উপজেলার জল্লা, মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক, চরএকুরিয়া, বিদ্যানন্দপুর, আলিমাবাদ, চানপুর, খাজুরিয়া ও ভাসানচর। এছাড়া ৭৭টি ইউনিয়ন পরিষদে তথ্য কেন্দ্রের ১৯টিতে বিদ্যুৎ সংযোগ নেই। ওইসব তথ্য কেন্দ্রগুলোতে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
গৌরনদীর নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, প্রত্যেক যুবকেরা মাত্র ৫০ টাকায় রেজিষ্ট্রেশনের সুযোগ পেয়ে খুবই আনন্দিত। তবে সেখানেও মাঝে মধ্যে ইন্টারনেট বিরম্বনায় পরতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।