মালয়েশিয়ার ফরম পূরণে সহযোগীতা করছে ব্র্যাক

নিজস্ব সংবাদদাতা ॥ মালয়েশিয়ায় গমনেচ্ছুকদের ইউনিয়ন তথ্য কেন্দ্রে নিবন্ধন করার জন্য সরকারে পাশাপাশি বরিশালে সার্বিক ভাবে সহযোগীতা করে যাচ্ছে ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহয়তা প্রকল্প। এ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তরা গতকাল রবিবার থেকে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে মালয়েশিয়ায় গমনেচ্ছুকদের নিবন্ধন কাজে সহায়তা করছেন।

ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহয়তা প্রকল্পের বরিশাল জেলা কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন জানান, বরিশাল বিভাগে গতকাল ১৩ জানুয়ারি থেকে আগামিকাল ১৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা হবে। ১৬ জানুয়ারি বরিশাল জেলা প্রশাসকের কার্যলয়ে লটারীর মাধ্যমে যারা টিকবে তাদের বরিশাল টিটিসিতে কাজের ওপর প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে। তারা যাতে প্রতারিত না হয় সেজন্য সরকারের পাশাপাশি বরিশালে ব্র্যাক নিরাপদ অভিবাসন কর্মসূচী সার্বিক সহযোগীতা করে যাচ্ছে। ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহয়তা প্রকল্পের গৌরনদীর কো-অর্ডিনেটর মোঃ হারুন-অর রশিদ বাদল জানান, গৌরনদীর যে সব যুবক লটারীর মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে ব্র্যাকের পক্ষ থেকে তাদেরকে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।