শাশুড়ির পর অগ্নিদগ্ধ জামাতার মৃত্যু – গৌরনদীতে শোকের ছায়া

নিজস্ব সংবাদদাতা ॥ রাজধানী রামপুরার একটি বহুতল ভবনে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পিংকন বণিক (৩৫) সোমবার সকালে মারা গেছে। গত ১১ জানুয়ারি তার শাশুড়ি বরিশালের গৌরনদী উপজেলা মহিলা আ’লীগ নেত্রী ও সাবেক পৌর কাউন্সিলরের সর্গীয় সন্তোষ কুমার দত্ত বনিকের স্ত্রী গীতা রানী দত্ত বণিক (৫৫) মারা যায়।

জানা গেছে, রামপুরার ৮৪/৯ নম্বরের আটতলা আবাসিক ভবনের ষষ্ট তলায় গত ১০ জানুয়ারি সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হন গীতা রানী দত্ত বণিক, তার মেয়ে পিংকি রানী, তার স্বামী পিংকন বণিক, পুত্র পিকু বণিক ও পিনন বণিক। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জানুয়ারি সকালে গীতা রানী ও গতকাল সোমবার সকালে জামাতা পিংকন বণিক মারা যায়। এ ঘটনায় গৌরনদীতে শোকের ছায়া নেমে আসে।