বরিশালে প্রতারনার ফাঁদে পরেছে বিকাশ এজেন্ট

নিজস্ব সংবাদদাতা ॥ এবার প্রতারক চক্রের দৃষ্টি পরেছে বিকাশ এজেন্টদের ওপর। তারই ধারাবাহিকতায় প্রতারনার ফাঁদে পরে বিকাশের ৭৫ হাজার ৫’শ ও ফ্লাক্সি লোডের ৮ হাজার টাকা হারিয়ে এখন পথে বসেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারের এক ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

মাধবপাশা বাজারের বিকাশের এজেন্ট মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী মনির হোসেন দেওয়ান জানান, গত ১১ জানুয়ারি রাতে (০১৯১১-১১১০৫৮) নম্বর মোবাইল ফোন দিয়ে তার ব্যবহৃত মোবাইলে ফোন করে বিকাশের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে প্রতারক চক্রটি কৌশলে মনিরের ব্যবহৃত বিকাশের ব্যালেন্স ও পিন নাম্বার এবং বাংলালিংকের ফ্লাক্সি লোডের পিন নাম্বার নিয়ে যায়। পরবর্তীতে কৌশলে ওই চক্রটি বিকাশের (০১৭১০-৬২৬১৯৪) নম্বরে থাকা ৭৫ হাজার ৫’শ ও বাংলালিংকের ফ্লাক্সি লোডে থাকা ৮ হাজার টাকা নিয়ে যায়। প্রতারনার স্বীকার ব্যবসায়ী মনির হোসেন দেওয়ান বিষয়টি খতিয়ে দেখার জন্য বিকাশের উর্দ্ধতন কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।