নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের প্রতিথযশা আইনজীবী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট শান্তি রঞ্জন চক্রবর্তীর মৃত্যুতে জেলা আ’লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও গৌরনদী উপজেলা সভাপতি কালিয়া দমন গুহ গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।